যে ফোনের লক খুলতে ৪৭ বছর সময় লাগবে!

  08-03-2018 03:40PM

পিএনএস ডেস্ক: একটু ভাবেন তো, ফোনের পাসওয়ার্ড বা সিকিউরিটি প্যাটার্নের ভুল চাপাচাপিতে ফোন লক হয়ে গেলে, আনলক হতে কতোক্ষণ সময় লাগতে পারে? কয়েক মিনিট বা সর্বোচ্চ কয়েক ঘণ্টা। কিন্তু চীনে এক মহিলার লক হওয়া আইফোন খুলতে অ্যাপল কর্তৃপক্ষ সময় চেয়েছে ৪৭ বছর!

চীনের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, লু নামে এক মহিলা তার দুই বছরের সন্তানের হাতে আইফোন রেখে অফিসে গিয়েছিলেন। তখন খেলার ছলেই আইফোনের লক স্টিস্টেমে বার বার চাপ লেগে যায়। বার বার চাপ লেগে ফোনটি লক হয়ে যায়। আর লক খুলতে সময় চেয়েছে কয়েক কোটি মিনিট। এরপর আইফোন কাস্টমার কেয়ারের দ্বারস্থ হলে পাক্কা ৪৭ বছর পর ফোনটি আনলক করা যাবে বলে কর্তৃপক্ষ জানায়।

লু নামের ওই মহিলার দুই বছরের সন্তানটি খেলার ছলেই আইফোনের লক স্টিস্টেমে বার বার হাত দেয়। এতে ১ মিনিট, ১০ মিনিট এভাবে ২ কোটি ৫০ লক্ষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে বলে ফোনটি।

শেষমেষ উপায়ন্তর না দেখে লু অ্যাপল কর্তৃপক্ষ ফোনের সকল ডাটা ফরম্যাট করতে বলেন। এরপর নতুনভাবে ফোনটি ব্যবহার করেন লু। সাধারণত অ্যান্ড্রয়েডসহ সকল অপারেটিং সিস্টেম ফোন লক হয়ে গেলে- ভুল পাসওয়ার্ড দিতে নিষেধ করে। তারপরও যদি কেউ এভাবে বারবার ট্রাই করেন তাহলে পরবর্তী চেষ্টার জন্য সময় নেয় অপারেটিং সিস্টেমটি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন