স্মার্টফোন ব্যবহারকারীরা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ

  10-03-2018 01:36PM

পিএনএস ডেস্ক: বর্তমানে স্মার্টফোন ছাড়া মানুষের দৈনন্দিক জীবন প্রায় অসম্পূর্ণ। প্রতিটি পদক্ষেপে আমাদের দোসর এই মুঠোফোনটি এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে, একটি মুহূর্তও স্মার্টফোন ছাড়া আমরা ভাবতে পারি না। কিন্তু তার মধ্যেই বাসা বাঁধছে এক বিরাট সমস্যা।

সম্প্রতি কানাডার ম্যাকমাস্টার ইউনির্ভারসিটির বিজ্ঞানীরা এমনই তথ্য সামনে নিয়ে এসেছেন। ‘জার্নাল অফ ক্লিনার প্রোডাকশন’-এ প্রকাশিত হয়েছে সেই তথ্য। গবেষণার সারমর্ম, স্মার্টফোনের ব্যবহার আগামী ২০২০ সালের মধ্যে পরিবেশের বিশাল ক্ষতি করবে।

ম্যাকমাস্টার ইউনির্ভারসিটির অধ্যক্ষ লটফি বেলখির জানিয়েছেন, সমস্ত রকমের ফোন কল, ভিডিও, মেসেজ, আপলোড-ডাউনলোড কাজ পরিচালিত হয় ‘ডেটা সেন্টার’ থেকে। যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়। বিজ্ঞানের ভাষায় যাকে ‘এনার্জি কনজাম্পশান’ বলে। এবং, এর ফলেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন গবেষক।

শুধুমাত্র স্মার্টফোনই নয়, এই ক্ষতির জন্য দায়ি ল্যাপটপ, ট্যাবলেট এবং অন্যান্য আরও ইলেকট্রনিক দ্রব্যও।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন