স্কুলে খারাপ হয়েও যাঁরা সেরা বিজ্ঞানী

  28-03-2018 05:09PM

পিএনএস ডেস্ক : নানা কারণে স্কুলের পড়ালেখায় ভাল ছিলেন না তাঁরা৷ সেজন্য স্কুল থেকে বের করে দেয়ার ঘটনাও ঘটেছে৷ কিন্তু তারপর হয়ে উঠেছেন সেরা বিজ্ঞানী৷

আলব্যার্ট আইনস্টাইন
শিক্ষক পছন্দ না হওয়ায় প্রাথমিক পর্যায়ের পড়ালেখায় আগ্রহ পাননি আইনস্টাইন৷ অবশ্য শিক্ষকরা ভেবেছিলেন, শিশু আইনস্টাইনের হয়ত শেখায় আগ্রহ নেই৷ পরবর্তীতে জার্মানিতে জন্ম নেয়া বিখ্যাত এই বিজ্ঞানী সুইজারল্যান্ডে গিয়ে কলেজ পর্যায়ে গণিত আর পদার্থবিদ্যায় ভালো গ্রেড পেয়েছিলেন৷

ভিলহেল্ম কনরাড ব়্যোয়েনটগেন
এক্স-রে’র এই আবিষ্কারককে একবার স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল৷ কারণ, তিনি লেখাপড়া বাদ দিয়ে শিক্ষকের কার্টুন আঁকছিলেন! পরে ভর্তি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন ব়্যোয়েনটগেন৷ ১৯০১ সালে পদার্থবিদ্যায় নোবেল পান৷ অথচ জার্মানিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এখন যে নিয়ম, তাঁর সময় যদি সেটি থাকত, তাহলে হয়ত তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়া কঠিন হতো৷ কারণ, এখন ভালো বিষয়ে পড়তে হলে স্কুলে ভালো গ্রেড থাকা চাই৷

লুই পাস্তুর
ভালো গ্রেড নিয়ে হাইস্কুল পাস করার ইচ্ছায় ফরাসি এই গবেষক একটি শ্রেণি পুনরায় পড়েছিলেন৷ স্কুলে তাঁর খারাপ করার কারণ ছিল ‘হোমসিকনেস’ অর্থাৎ বাড়ির প্রতি টান৷ চামড়া ব্যবসায়ীর পরিবারে জন্ম নেয়া পাস্তুর ভালোভাবে লেখাপড়া শেখার জন্য অল্প বয়সেই বাড়ি ছেড়ে প্যারিসের এক স্কুলে ভর্তি হয়েছিলেন৷ পরবর্তী জীবনে পাস্তুর টিকা ও সংক্রামক রোগের একজন জগদ্বিখ্যাত গবেষক হিসেবে পরিচিতি পেয়েছিলেন৷

টমাস এডিসন
ফোনোগ্রাফ, মোশন পিকচার ক্যামেরাসহ অনেক কিছুর আবিষ্কারক এই মার্কিন বিজ্ঞানী বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করেননি৷ এমনকি তাঁর স্কুল শিক্ষকরা ভেবেছিলেন, এডিসন মেধাবী নন৷ আসলে তিনি বধির ছিলেন৷ পরবর্তীতে তাঁর স্কুল শিক্ষিকা মা তাঁর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন৷ টেলিগ্রাফার হিসেবে চাকরিজীবন শুরু করা এডিসন পরবর্তীতে বিশ্বের অন্যতম সেরা উদ্ভাবক হয়ে উঠেছিলেন৷

জর্জ ইস্টম্যান
বাবা মারা যাওয়ায় পরিবার চালাতে এডিসনের (ডান) বন্ধু ইস্টম্যানকে (বামে) স্কুলে পড়াশোনা শেষ না করেই ১৪ বছর বয়সে ব্যবসা শুরু করতে হয়েছিল৷ বিশ্বখ্যাত কোডাক কোম্পানি তাঁরই তৈরি৷ ফটো পেপার থেকে শুরু করে রোল ফিল্ম– এসবই ইস্টম্যানের আবিষ্কার৷

ভিলহেল্ম ভিয়েন
জার্মান এই বিজ্ঞানীর বেড়ে ওঠা পোল্যান্ডের মাসুরিয়ায়৷ খারাপ গ্রেডের কারণে তাঁকে স্কুল ছাড়তে হয়েছিল৷ পরে তিনি ব্যক্তিগত পর্যায়ে পড়ালেখা শিখে পাশের শহরে গিয়ে আরেক স্কুলে ভর্তি হয়েছিলেন৷ এরপর বার্লিনে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন৷ ১৯১১ সালে পদার্থবিদ্যায় নোবেল পান তিনি৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন