১ সেকেন্ডের জন্য পৃথিবী থামলে কী হবে?

  28-04-2018 12:46PM

পিএনএস ডেস্ক:পৃথিবীটা যদি এক সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় তবে কী হবে? এমন প্রশ্ন হয়তো আপনার মাথায় এসে থাকতে পারে, তবে উত্তর কি জানা আছে?

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাওয়ায় ভাসতে থাকবে মানুষ, জীবজন্তু থেকে শুরু করে সব প্রাণি। হাড়-গোড়, মাংস সব দলা পাকিয়ে মানুষ অনেকটা ভাঙা পুতুলের মতো হয়ে যাবে। দুই মেরু এই অনুভূতি কয়েক সেকেন্ড পরে টের পেলেও শেষ পর্যন্ত একই অবস্থা হবে। প্লেনের ভিতরে থাকা মানুষেরা প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর আকাশে সৃষ্টি হবে ভয়ঙ্কর এক ঝড়। আর তারপরই সবশেষ। এতো গেলো আকাশের কথা। কিন্তু ভূপৃষ্ঠে তখন কী হবে?

বাতাসের গতিবেগ প্রচণ্ড বেড়ে যাওয়ার ফলে গোটা পৃথিবী জুড়ে আগুন জ্বলবে। ঠিক যেন আগুনের গোলা। থেমে থাকবে না পানিও। পৃথিবীর সমস্ত জলভাগ জুড়ে চলবে বিশাল সুনামি। আর সব পানি গিয়ে জমা হবে দুই মেরুতে। বাকি পৃথিবী জলশূন্য হয়ে পড়বে।

এসব ছাড়াও ঘটবে এক অদ্ভুত ঘটনা। পৃথিবী থেমে যাওয়ার ফলে যেদিক সূর্যের সামনে পড়বে সেদিকের সব জ্বলে ছারখার হয়ে যাবে, তবে অপর পিঠে সূর্য না থাকায় শূরু হবে ‘আইস এজ’। সব মিলিয়ে, ওই এক সেকেন্ডই পৃথিবীকে তছনছ করে দেয়ার জন্য যথেষ্ট। এরপর পৃথিবী আবার আগের মতো ঘুরতে শুরু করলেও পৃথিবীতে কিছুই আর আগের মতো থাকবে না। আর হয়ত কখনও প্রাণের সঞ্চারও সম্ভব হবে না।

এক বিজ্ঞানী এ বিষয়ে বলছেন, ‘If earth stopped for 1 second and you weren’t belt-buckled to the earth, you would fall over and roll 800 mph due east… killing everyone.’- ‘যদি পৃথিবীটা এক সেকেন্ডের থামে, তা হলে আপনি নিজেকে আর মাটিতে স্থির রাখতে পারবেন না। ঘণ্টায় আটশো মাইল গতিবেগে আকাশে পাক খেতে থাকবেন পূর্ব থেকে পশ্চিমে, সবাই মারা পড়বেন।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন