এবার আসছে কম দামি আইফোন!

  02-05-2018 01:38PM

পিএনএস ডেস্ক:দাম চড়া হওয়ার কারণে আইফোনের ব্যাপক চাহিদা থাকলেও অনেকেরই হাতের বাইরে থেকে যায় অ্যাপলের এই পণ্যটি। অবশেষে গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে আসছে কম দামি আইফোন। যার মডেল এসই টু। ফোনটি চলতি মাসেই বাজারে আসবে বলে খবর পাওয়া গেছে। অনেকদিন আইফোন এসই টু নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল।

তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আগামী মাসেই বাজারে ছাড়া হবে বহুপ্রতিক্ষীত এই ফোন। যদিও শোনা যাচ্ছে কোনো হেডফোন জ্যাক থাকবে না নতুন এই আইফোনে। জাপানের একটি ওয়েবসাইটে জানানো হয়েছে এই তথ্য।

আইফোন এসই টুর ডিজাইন অনেকটাই তার ছোট ভাই আইফোন এসইর মতো। যদিও ফেস আইডি ব্যবহার না করে এই ফোনে হয়তো টাচ আইডি ব্যবহার করবে অ্যাপল।

এই ফোনে হেডফোন জ্যাক থাকছে না। শোনা যাচ্ছে আইফোন এসই টুতে থাকবে ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা। তবে তার জন্য গ্লাস ব্যাক ব্যবহার করা হবে কি না তা এখনো জানায়নি অ্যাপল।

এছাড়াও এই ফোনের ভেতরে হয়তো ব্যবহার করা হবে এ টেন ফিউশন চিপ। যা ব্যবহার করা হয়েছিল আইফোন সেভেনে।

এই সব খবই শোনা যাচ্ছে ইন্টারনেটে বিভিন্ন সূত্র থেকে। তবে অ্যাপলের পক্ষ থেকে এই ফোন লঞ্চের ব্যাপারে এখনো কিছুই জানানো হয়নি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন