মহানবীকে (স.) কে নিয়ে কটুক্তি করায় মিসরে ইউটিউব বন্ধ

  28-05-2018 02:33PM

পিএনএস ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদকে (স.) অসম্মান করে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য রাখার দায়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এক মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন মিসরের আদালত।

বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ ইউটিউবে রাখার ঘটনায় করা মামলায় কয়েক বছর ধরে চলমান আপিল প্রক্রিয়া শেষে শনিবার এ নির্দেশ দেওয়া হয়।

ইউটিউব বন্ধের বিষয়ে আপিলে মিসরের আদালতের এটিই চূড়ান্ত রায়। এ রায়ের বিরুদ্ধে আর আপিল করা যাবে না।

সংবাদমাধ্যম আরবনিউজ জানায়, মহানবীকে (স.) অসম্মান করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রটি ইউটিউব থেকে না সরানোয় ২০১৩ সালে ইউটিউব ব্লক করে দেওয়ার নির্দেশ দেন মিসরের নিম্ন আদালত। পরে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করে মিসরের জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এরপর থেকেই আপিলের বিষয়টি চলমান ছিল।

উল্লেখ্য, বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ ইউটিউবে প্রচারের পর মধ্যপ্রাচ্যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রবিরোধী এ বিক্ষোভ কর্মসূচিতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। পরে যুক্তরাষ্ট্র বলে এটি নির্মাণে কোনো সরকারি সহযোগিতা করা হয়নি এবং বিদ্যমান বাকস্বাধীনতার আইনের কারণে এ ধরনের ভিডিও নির্মাণ বন্ধ করা যাবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন