চাঁদের অন্ধকার পিঠে অভিযান!

  04-07-2018 04:11AM

পিএনএস ডেস্ক :বরাবরই সবাই মহাকাশযান পাঠায় চাঁদের আলোকিত পিঠে। কারণ চাঁদের এক পিঠ আলোকিত, অন্য পিঠ অন্ধকার। তবে এই প্রথম পৃথিবীর কোনো দেশ পাড়ি জমাচ্ছে চাঁদের অন্ধকার পিঠে।
নতুন এই ইতিহাসের জন্ম দিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ভারতীয় গণমাধ্যম জানায়, এ বছরের অক্টোবরে মহাকাশযানটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে। যানটি চাঁদের মাটিতে নেমে ১৪ দিন ধরে ৪০০ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট অঞ্চলজুড়ে তল্লাশি চালিয়ে নমুনা ও তথ্য সংগ্রহের কাজ করবে।

সূত্র জানায়, চাঁদে পানির চিহ্ন খোঁজার পাশাপাশি হিলিয়াম-৩ এরও সন্ধান চালাতে চান মহাকাশ গবেষকরা। চাঁদের মাটিতে এই আইসোটোপের সন্ধান পাবেন যারা, তারা বিরাট শক্তি অর্জন করবেন।

যদিও ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা চাঁদের পিঠে এ ধরনের অভিযানের উদ্দেশ্য হিসেবে কেবল ব্যবসায়িক মনোবৃত্তিকে দেখতে চান না।

রাকেশ শর্মা গণমাধ্যমকে জানান, ‘আমি চাই, ভারত দেখিয়ে দিক যে আমরা জনসাধারণের ভালোর জন্য কীভাবে স্পেস টেকনোলজিকে কাজে লাগাতে পারি। আমরা অর্থকে দূরে রেখে একটি অর্জনকে বড় করে দেখতে পারি।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন