যে অ্যাপ কারো অজান্তে ভিডিও ও স্ক্রিনশট নিতে পারে !

  06-07-2018 05:34PM

পিএনএস ডেস্ক : স্মার্টফোনের ক্যামেরা চালু করে গোপনে ব্যবহারকারীদের আশপাশের ভিডিও ধারণের পাশাপাশি স্ক্রিনশটও নিতে পারে বিভিন্ন অ্যাপ। শুধু তা-ই নয়, এসব ছবি ও ভিডিও ব্যবহারকারীদের অজান্তেই তৃতীয়পক্ষের বিভিন্ন অ্যাপ নির্মাতাদের সার্ভারে পাঠিয়ে থাকে।

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় ১৭ হাজার ২৬০টি অ্যানড্রয়েড অ্যাপের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বস্টনে অবস্থিত নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির একদল গবেষক। তাঁদের দাবি, বিভিন্ন অ্যাপের বিরুদ্ধে স্মার্টফোনের মাইক্রোফোন গোপনে চালু করে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের অভিযোগ থাকলেও গবেষণায় প্রমাণ মেলেনি।

তবে ব্যবহারকারীদের অজান্তেই আশপাশের ভিডিও ধারণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের স্ক্রিনশট নিয়মিত নিয়ে থাকে বিভিন্ন অ্যাপ। এসব অ্যাপের প্রায় অর্ধেকই ইনস্টলের আগে ব্যবহারকারীদের কাছ থেকে ডিভাইসের ক্যামেরা বা মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে চালুর অনুমতি নিয়ে থাকে। ফলে না জেনে বা বাধ্য হয়ে ব্যবহারকারীরাই অ্যাপগুলোকে ডিভাইসের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন