যে কারণে ৭ কোটি অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

  07-07-2018 02:29PM

পিএনএস ডেস্ক :সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিল টুইটার।‘সাফাই অভিযান’ চালিয়ে ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিল এই মাইক্রো ব্লগিং সাইট।

টুইটারের এক সূত্রকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চলতি বছর মে ও জুন মাসে ৭০ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই সব অ্যাকাউন্ট ভুয়া। খবরে প্রকাশ, অক্টোবরের পর থেকে ভুয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে জোরদার ব্যবস্থা নিতে শুরু করেছে টুইটার।

এই দুই মাসে এমন দিনও গিয়েছে যেখানে প্রতিদিন এক কোটি করে ভুয়া অ্যাকাউন্ট ব্ন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি ভাবে টুইটার এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

তবে এতগুলো অ্যাকাউন্ট বন্ধের জেরে বছরের দ্বিতীয় কোয়ার্টারে ব্যবহারকারীর সংখ্যা একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। তবে অপব্যবহার রুখতে এছাড়া বিকল্প পথও ছিল না। এই মাইক্রো ব্লগিং সাইট ব্যবহার করে অপব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছিল। স্প্যাম ছড়িয়ে পড়ছিল। তাই ‘শুদ্ধকরণের’ পথ বেছে নেয় টুইটার।

গত মাসে টুইটার ট্রোলিং, হিংসা ও চরমবাদের বিরুদ্ধে লড়াই করতে কিছু নতুন টেকনোলজি ও পলিসির কথা ঘোষণা করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন