গ্যাজেট জুতা!

  13-07-2018 05:11PM


পিএনএস ডেস্ক :বর্তমান সময়টাই হচ্ছে বিভিন্ন গ্যাজেট ও ডিভাইসের দখলে, যাকে আমরা সাধারণ ভাষায় কম্পিউটার বা মোবাইলের যুগ বলি। সঙ্গে যোগ হচ্ছে নিত্য নতুন ডিভাইস, যা আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজে ব্যবহার করি।

ফ্যাশনের কথা বললে সেটা সময় বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে সাজ-পোশাকেও। বদল এসেছে জুতাতেও। কত কী নাম! হাওয়াই, জুতা, স্যান্ডেল, বুট, ব্যাকলেস, স্ট্রিপলেস, স্লিপার, লোফার আর কত কী!

এর সঙ্গে এবার যুক্ত হয়েছে গ্যাজেট জুতা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, আসুন আজ আমরা গ্যাজেট জুতা সম্পর্কে জেনে নেই।

আপনি যদি প্রযুক্তি বিষয়ে আসক্ত হন, তাহলে এই ‘গ্যাজেট জুতা’ আপনার ভালো লাগবেই। কারণ, এই জুতাতে আপনি পাবেন অ্যালার্ম, ডিজিটাল ক্লক। আপনার হাতে বা ব্যাগে বহন করা অনেক কিছুর ঝামেলা থেকে এটি আপনাকে মুক্তি দিবে।

কোথাও গিয়ে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে? কোনো সমস্যা নেই। আপনি চাইলে অবসর কাটাতে জুতার মাঝে রাখা ভিডিও গেমটি বের করে খেলা শুরু করে দিতে পারেন। আপনার সময় কোন দিক দিয়ে চলে গিয়েছে, টেরও পাবেন না।

অনেকে আবার ব্যাগ বা পার্স বহন করতে না চাইলে গেমটি সরিয়ে নিজের মোবাইল সেখানে রেখে দিতে পারেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন