পূর্ণ চন্দ্রগ্রহণের আর মাত্র ১২ দিন বাকি

  14-07-2018 05:11PM

পিএনএস ডেস্ক :চলতি মাসের ২৭ তারিখ পূর্ণ চন্দ্রগ্রহণ, জানিয়েছে ‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস’(এমওইস)। ভারতীয় সময় রাত ১১:৫৪ মিনিটে গ্রহণ শুরু হবে।

বিশ্বের বহু অঞ্চল থেকেই এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা, পূর্ব-এশিয়া ও অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকেও বেশ ভালোভাবে দীর্ঘ সময়ব্যাপী এ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

২৭ জুলাই একই সঙ্গে সুপারমুন এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে। রাত ১২টা নাগাদ গ্রহণ শুরু হলেও, পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে রাত ১টা নাগাদ। তার পরে প্রায় ২ ঘণ্টা ৪৩ মিনিট পর থেকে আবারও মুখ দেখাতে শুরু করবে চাঁদ।

জুলাইয়ের ২৭-২৮ তারিখ, পৃথিবী থেকে তার সাধারণ দূরত্বের তুলনায়, অনেকটাই দূরে থাকবে চাঁদ। আর তার গতিও হবে ধীর।

এর আগে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। সময় ছিল ১ ঘণ্টা ৪৬ মিনিট। এই শতাব্দীতে এর আগে এমন লম্বা পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০১১ সালের ১৫ জুন। সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।

সূত্র: এবেলা

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন