এবার গ্যালাক্সি এক্স আনলো তিন ভাঁজের স্মার্ট ফোন

  18-07-2018 02:21AM

পিএনএস ডেস্ক :স্মার্ট ফোনের জগতে আরেকবার চমক তৈরি করতে চলেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। শিগগিরই প্রতিষ্ঠানটি বাজারে ছাড়বে, তিন ভাঁজ করে পকেটে গুটিয়ে রাখা যায় এমন একটি ফোন।

স্যামসাং ব্র্যান্ডের এই ফোনটির মডেল গ্যালাক্সি এক্স।এতে থাকছে ৬ জিবি র‌্যাম। ফোনের ইন্টারনাল মেমোরি ১২৮ জিবির আশেপাশে রাখা হবে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। গ্যালাক্সি এক্স ২০১৮ সালের আগস্টে বাজারে আসতে পারে।

গ্যালাক্সি এক্সে থাকছে ৭.৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি স্ক্রিন, যা সহজেই দুই থেকে তিনটি ভাঁজে মুড়ে ফেলা যাবে। তবে ফোন ভাঁজ করে রাখা হলেও সম্পূর্ণ খোলার পর ভাঁজের জন্য কোনও রেখা বা দাগ আলাদা করে বোঝা যাবে না। ১ লাখ বার ভাঁজ করে রাখার পরও স্ক্রিন এবং বডি কোনও রকম ক্ষতিগ্রস্ত হবে না।

কোয়াড কোর প্রসেসরসম্বলিত এই ফোনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। উন্নত মানের রিয়ার ক্যামেরাটি ১৮ মেগাপিক্সেলের। ক্যামেরায় থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন