আশ্চর্য গ্রহের সন্ধান দিল বিজ্ঞানীরা!

  06-08-2018 11:45AM

পিএনএস ডেস্ক :সূর্যের থেকে ২০ আলোকবর্ষ দূরত্বে একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির থেকেও কয়েক গুণ বড়। ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ প্রকাশিত হয়েছে এই নতুন আবিষ্কারের কথা।

আন্তর্জাতিক ওয়েবসাইট ‘জিনহনেট.কম’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই গ্রহটির বয়স ২০০ মিলিয়ন বছর। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষক মেলোডি কাও জানিয়েছেন, ঠিক গ্রহ নয়, বলা যায় মহাজাগতিক বস্তুটি গ্রহ ও ব্রাউন ডোয়ার্ফ নক্ষত্রের মাঝামাঝি একটি বস্তু। বস্তুটি থেকে শক্তিশালী চৌম্বক বিকিরণ প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা। সেই বিকিরণ এত বেশি যে, পৃথিবীর মেরুপ্রদেশ থেকে তা দৃশ্যমান।

এই শক্তিশালী চৌম্বক বিকিরণকে খুঁটিয়ে দেখলে মহাজাগতিক বস্তুসমূহ সম্পর্কে নতুন নতুন পর্যবেক্ষণ করতে পারবেন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন