ভিনগ্রহীর খোঁজ পেলেন মানুষ!

  11-08-2018 08:39PM

পিএনএস ডেস্ক : নাসার লেল্যান্ড মেলভিন তাঁর বক্তব্য, তিনি এলিয়েনের মতো একটা কিছু ঘুরে বেড়াতে দেখেছেন ওই মহাকাশযানটির আশেপাশে পাশে।। সবার মনে একটাই প্রশ্ন পৃথিবীর বাইরে কি প্রাণের স্পন্দন রয়েছে? সদা সর্বদা মানুষ এর উত্তর খুঁজছে। এবার উত্তর এল, হ্যাঁ আছে। উত্তরদাতা স্বয়ং নাসা-র মহাকাশচারী। নাসা-র এক মহাকাশচারীর দাবি, স্পেস শাটল আটলান্টিস নামক একটি মহাকাশযানের কাছে এক এলিয়েনকে দেখেছেন তিনি।

নাসা-র এই ইঞ্জিনিয়রের নাম লেল্যান্ড মেলভিন। তাঁর বক্তব্য, তিনি এলিয়েনের মতো একটা কিছু ঘুরে বেড়াতে দেখেছেন ওই মহাকাশযানটির আশেপাশে পাশে। সেই সময়ে মহাকাশযানটি পৃথিবীর চারদিকে নিজের কক্ষপথে ঘুরছিল। সময় নষ্ট না করে তিনি সরাসরি খবর দেন নাসা-য়। নাসার বিশেষজ্ঞরা দেখেন, একটি বরফের চাঁইয়ের মতো জিনিস সত্যি মহাকাশে ঘুরে বেড়াচ্ছে।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আসলে ওই মহাকাশযানটিরই একটি টুকরো খসে পড়েছে। সেটিই এই মহাকাশচারীর দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু নিজের টুইটারে লেল্যান্ড লেখেন, আমি মহাশূন্যে যা দেখেছি, তা অনেকটা এলিয়েনের মতোই, অরগ্যানিক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন