মঙ্গলে যে আজব বস্তুর সন্ধান পেল নাসা

  19-08-2018 03:54PM

পিএনএস ডেস্ক : মঙ্গলে অদ্ভুত এক বস্তুর সন্ধান পেল কিউরিওসিটি রোভার। এই টুকরোটি ছোট পাথরের জিনিসটি কোন একটি মহাকাশযানের থেকে ভেঙে পড়া ছোট টুকরো বলে জানিয়েছে নাসা।

গত ১৩ অগাস্ট কিউরিওসিটি যানের তোলা এই ছবি মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনা তৈরি করে। অনেকেই মনে করছেন কিউরিওসিটি যান থেকে ভেঙে পড়েছে এই টুকরাটি।

মিশন কিউরিওসিটি দলের সদস্য ব্রিটনি কুপার বলেন, খুবই পাতলা পাথরের আকারের একটি জিনিস পাওয়া গেছে। এটি নিঃসন্দেহে কিওরিওসিটি যান থেকে খশে পড়া কোন অংশ নয়।

২০১২ সালে বেশ চিন্তায় পড়েছিলেন কিউরিওসিটি দলের সদস্যরা। সেই সময় উজ্জ্বল একটি জিনিস মঙ্গলের মাটিতে দেখা গিয়েছিল। এক রিপোর্টে জানানো হয়েছিল কিউরিওসিটি যান থেকে খশে পড়েছিল উজ্জ্বল এই বস্তু।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন