মহাকাশে নতুন ৪ চার গ্যালাক্সির সন্ধান মিলেছে

  27-08-2018 12:12AM

পিএনএস ডেস্ক : আনুমানিক ১৩০০ কোটি বছর বয়স! গভীর মহাকাশের এমনই চার পুরোনো বাসিন্দার খোঁজ দিয়েছেন মেক্সিকোর গবেষকেরা। যে চার বাসিন্দার নাম দেয়া হয়েছে- ‘সেগ-১’, ‘বুটস-১’, ‘টুকানা ২’, ‘উরসা মেয়র ১’।

এই চার গ্যালাক্সির খোঁজ দিয়েছে ডরাম ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি’-র ডিরেক্টর কার্লোস ফ্রেঙ্ক-এর নেতৃত্বে একটি বিজ্ঞানীদল।

সম্প্রতি এ কথা ঘোষণা করেছে ‘দ্য ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো’। বয়সে বড় হলেও আকারে বেশ ছোট এই ৪ গ্যালাক্সি। বিজ্ঞানীদের কথায়, ‘স্যাটেলাইট-গ্যালাক্সি’।

কারণ চাঁদ যেমন পৃথিবীকে আবর্তন করছে, তেমনই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি-কে ঘিরে পাক খাচ্ছে ‘বুটস’রা। কালোর্সদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ।

কার্লোস বলেন, ‘বাড়িরই পিছনে ছিল ওরা, জানা যায়নি এত দিন। জ্যোতির্বিজ্ঞানের এই আবিষ্কার অনেকটা আদিম মানুষের দেহাবশেষ খুঁজে বের করারই সমতূল্য। এক টুকরো আদিম মহাবিশ্বের সন্ধান মিলেছে।’

ওই স্যাটেলাইট গ্যালাক্সিদের হাত ধরেই একদিন সমৃদ্ধ হবে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস- এমনটিই আশা বিজ্ঞানীদের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন