ইংরেজি অক্ষরে বাংলা ভাষায় বার্তা পাঠানো যাবেনা

  04-09-2018 03:41PM

পিএনএস ডেস্ক : ভাষার বিকৃতি বন্ধে গ্রাহকদের কাছে বাংলা অক্ষরেই বার্তা পাঠাতে হবে। কোনো এসএমএস পাঠানো যাবে না।

ইংরেজি অক্ষরের মাধ্যমে বাংলা বাক্য বা শব্দ লিখতে গিয়ে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে উল্লেখ করে অপারেটরগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে অপারেটরগুলো নিজেরা যেসব অফার বা প্যাকেজের তথ্য দিয়ে থাকে, সেগুলোর কিছুই আর ইংরেজি অক্ষরে বাংলা বাক্য লিখে প্রচার করতে পারবে না। একইভাবে সরকার বা আরও অনেকে অপারেটরদের মাধ্যমে যেসব সচেতনতামূলক তথ্য প্রচার করা হয় সেগুলোও এখন থেকে বাংলা অক্ষরেই পাঠাতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন