ফের মহাকাশ স্টেশন আছড়ে পড়বে পৃথিবীতে!

  27-09-2018 04:27PM

পিএনএস ডেস্ক : প্রায় ছয় মাস আগেই পৃথিবীতে আছড়ে পড়েছে চীনের ‘তিয়ানগং-১’ বা স্বর্গীয় প্রাসাদ-১ নামে মহাকাশ স্টেশন। এবার দ্বিতীয় মহাকাশ স্টেশন ‘তিয়ানগং-২’ পৃথিবীতে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের মহাকাশ গবেষণা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত তিয়ানগং-২ মহাকাশ স্টেশনটি কক্ষপথে থাকবে। এরপর পৃথিবীর বুকে আছড়ে পড়বে।

তিয়ানগং-২ স্টেশনটি লঞ্চ করা হয়েছিল ২০১৬ সালে। চীন ওই স্পেস স্টেশনকে সামনে রেখে একাধিক অভিযানও চালায়। বেশ কয়েকটি অভিযানে ছিল মহাকাশচারীও। কিন্তু অবশেষে সেই তিয়ানগং-২ পৃথিবীতে নেমে আসছে।

তবে কোথায় গিয়ে পড়বে মহাকাশ স্টেশনটি সেটা এখনো নিশ্চিত নয়। আবহাওয়ার পরিবর্তন হলে যে কোনও দিকে ছুটে যেতে পারে সেটি। পড়ার সময় অনেকটাই পুড়ে ছাই হয়ে যাবে। তবে কিছু ধ্বংসাবশেষ আকাশ থেকে মাটিতে পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে চীনের মহাকাশ স্টেশন তিয়ানগং-১ পৃথিবীতে আছড়ে পড়ে। গত এপ্রিলে এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। পড়ার আগেই পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এর অধিকাংশ অংশ পুড়ে যায়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন