ইনস্টাগ্রাম লাইটে যুক্ত হলো নতুন ফিচার

  28-09-2018 03:56PM

পিএনএস ডেস্ক : চলতি সপ্তাহেই কোম্পানি ছেড়েছেন ইনস্ট্রাগ্রামের প্রতিষ্ঠাতারা। ইতোমধ্যেই ইনস্ট্রাগ্রামে একাধিক বদল আসতে শুরু করল। এবার ইনস্ট্রাগ্রাম লাইটে অ্যাপ ও ডেক্সটপে নোটিফিকেশান দেখা যাবে।

আগে শুধুমাত্র ইনস্ট্রাগ্রাম অ্যাপ থেকেই নোটিফিকেশান পাওয়া যেত। এবার থেকে ক্রোম ব্রাউজার থেকে কম্পিউটার, মোবাইল থেকে ইনস্ট্রাগ্রাম ব্রাউজ করলে নতুন লাইক, কমেন্ট বা ফলোয়ারের নোটিফিকেশান চলে আসবে। সম্প্রতি এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। তবে অন্য এক রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র ক্রোম ব্রাউজার নয়, মজিলা ব্রাউজারেও এবার থেকে ইনস্ট্রাগ্রাম ব্যবহারের সময় নোটিফিকেশান পাওয়া যাবে।

তবে শুধু ব্রাউজার নয়, এবার ইনস্ট্রাগ্রাম লাইট অ্যাপ থেকেও পাওয়া যাবে নোটিফিকেশান।

সম্প্রতি কোম্পানি ছেড়েছেন কোম্পানির দুই প্রতিষ্ঠাতা। নতুন এই ফিচার লঞ্চের ঠিক এক দিন আগেই কোম্পানিব ছেড়েছিলেন তারা। তাই নতুন নেতৃত্বের অধীনে প্রথম দিনেই নতুন ফিচার লঞ্চ করল ইনস্ট্রাগ্রাম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন