মঙ্গলে মানুষের বসবাসের উপযোগী হতে কত সময় লাগবে?

  17-11-2018 02:07PM

পিএনএস ডেস্ক : মঙ্গল গ্রহে বসবাস নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন চলছে। এরই মধ্যে সেখানে জমি বিক্রির গল্পও শোনা গেছে। তবে এতো সহজেই মঙ্গলে বসবাসের সুযোগ পাচ্ছেনা মানুষ। এর জন্য অন্তত ২৫ বছর অপেক্ষা করতে হবে।

আগামী ২৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো যাবে বলে ভবিষ্যৎবানী করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এছাড়াও ২০২০ সালে গ্রহটিতে মানুষের বসবাসযোগ্যতা প্রমাণে নতুন একটি মিশন পাঠানো হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত মঙ্গলবার নাসার সাবেক নভোচারী টম জোনস বলেন, গ্রহটিতে মানুষের বসবাসের ক্ষেত্রে যেসব টেকনিক্যাল ও মেডিকেল বাধা রয়েছে সেগুলো ওভারকাম করতে পারলেই সেখানে মানুষ পাঠানো সম্ভব। আর এ সমস্যা সমাধানে আরও ২৫ বছর সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন