পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘বেন্নু’

  07-12-2018 11:25AM

পিএনএস ডেস্ক :খবর আগেই ছিল। এবার নিশ্চিত করল নাসা। নাসার মহাকাশযান ‘ওসিরিস রেক্স’ ১২০ কোটি কি.মি. পাড়ি দিয়ে পৌঁছে গেছে পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ‘বেন্নু’র কাছে। পাড়ি দেওয়া বাকি আর ৮০ কোটি কি.মি.।

সেখান থেকেই এই মহাকাশযানের প্রদেয় তথ্যে বিজ্ঞানীরা নিশ্চিত করছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বেন্নু। পৃথিবীতে এসে ধাক্কাও মারতে পারে এটি। তবে তাতে সময় লাগবে আরও ১৬৬ বছর।

বেন্নু একটি ছোট গ্রহাণু, যা চওড়ায় এক মাইলেরও এক-তৃতীয়াংশ।

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বেন্নুর উদ্দেশে রওনা দেয় নাসার মহাকাশযান। আগামী আরও ছয় বছর এই গ্রহাণুকে নিরীক্ষণ করবে এই মহাকাশযান।

নাসা পৃথিবীর বিপদ বলে যে ৭২টি গ্রহাণুকে চিহ্নিত করছে, তার মধ্যে অন্যতম বেন্নু। প্রতি ঘণ্টায় ৬৩০০০ মাইল গতিবেগে সূর্যকে প্রদক্ষিণ করছে বেন্নু।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন