এবার ৪৮ মেগাপিক্সেলের স্মার্টফোন আনছে শাওমি

  08-12-2018 08:50PM

পিএনএস ডেস্ক : জানুয়ারিতে শাওমি আনছে নতুন মডেলের স্মার্টফোন। শাওমির এই ফোনটিতে ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সম্প্রতি চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এ কথা জানিয়েছেন কোম্পানির প্রেসিডেন্ট লিন বিন।

২০১৯ সালের শুরুতে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন উন্মুক্ত করবে শাওমি, অক্টোবরে এমনটাই জানিয়েছিলেন ভারতের শাওমিপ্রধান মনু কুমার জৈন। এই প্রসেসরে ৪৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সমর্থন করে।

সম্প্রতি চীনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট উইবোতে একটি ছবি পোস্ট করেছেন লিন বিন। সেই ছবিতে একটি স্মার্টফোনের ক্যামেরার পাশে ‘48MP CAMERA' কথাটি দেখা গিয়েছে। ক্যামেরার সাথেই দেখা গিয়েছে এলইডি ফ্ল্যাশ।

বিন জানিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরেই তিনি এই ক্যামেরা পরীক্ষা করছেন। জানুয়ারি মাসে বাজারে আসবে এই স্মার্টফোন। যদিও এই ফোনের নাম জানাননি শাওমি প্রেসিডেন্ট।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন