নতুন বছরে হুয়াওয়ের টার্গেট

  29-12-2018 03:05AM

পিএনএস ডেস্ক: ২০১৯ সালে ১০৯ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের প্রত্যাশা করে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুও পিং তার বক্তৃতায় বলেছেন, আসন্ন বছরে রাজস্ব আয় ১০৮.৫ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে, যা বিগত বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। হুয়াওয়ে এখন পর্যন্ত ২৬টি ফাইভ-জি চুক্তি সম্পন্ন করেছে। এ ছাড়াও ২০১৮ সালে স্মার্টফোন বিক্রিতে হুয়াওয়ে ২০০ মিলিয়ন ইউনিট অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

হুয়াওয়ে বর্তমানে বিশ্বের বৃহত্তম টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা।
গুও পিং বলেন, ‘আমরা বিশ্বের শীর্ষস্থানীয় ক্যারিয়ারগুলোর সঙ্গে ফাইভ-জি এর জন্য ২৬টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছি। ইতোমধ্যেই বিশ্বব্যাপী ১০ হাজারেরও বেশি ফাইভ-জি বেইজ স্টেশন হস্তান্তর করা হয়েছে।’

তিনি বলেন, ‘১৬০টিরও বেশি শহর, ২১১টি ফরচুন গ্লোবাল এবং ৫০০ অন্তর্ভুক্ত কোম্পানি তাদের ডিজিটাল রূপান্তরে অংশীদার হিসেবে হুয়াওয়েকে নির্বাচিত করেছে।’ হুয়াওয়ের ব্যবসায়িক নীতিমালা অত্যন্ত শক্তিশালী এবং এই কারণেই আমরা গ্রাহকদের কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পেরেছি বলে মন্তব্য করেন গুও পিং।

তিনি বলেন, ‘আগামী বছরের মধ্যে আমরা ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের নতুন মাত্রা দেখতে পাব। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে হয়তো। কিন্তু এ রকম সময়ে আমরা অবশ্যই চাই আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, সামগ্রিক কার্যক্রমের মান আরও উন্নত করতে এবং আমাদের বিশ্বব্যাপী গ্রাহকদের সকল চাহিদা পরিপূর্ণ করে সামনে এগিয়ে যেতে। একটি বিষয় শক্ত করে বলতে চাই, হুয়াওয়ে কখনোই নিরাপত্তা হুমকির কারণ ছিল না এবং হবেও না।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন