গুজরাটে PUBG নিষিদ্ধ!

  25-01-2019 07:02PM

পিএনএস ডেস্ক : অনলাইন গেমস PUBG’তে আসক্ত হয়ে পড়েছে বিশ্বের কোটি কোটি তরুণ। অনেক তরুণই পড়ালেখা বাদ দিয়ে এ গেমসটিতে মেতে আছে। এবার পড়ালেখা লাটে ওঠার কথা দাবি করে, PUBG গেমস নিষিদ্ধ করেছে ভারতের গুজরাট সরকার।

গুজরাটের প্রাথমিক শিক্ষা দফতরের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, স্কুলে যাতে কেউ PUBG না খেলে তা নিশ্চিত করতে হবে।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীরা PUBG-তে আসক্ত হয়ে পড়ছে। পড়াশুনোর উপর যার খারাপ প্রভাব পড়েছে।

এর আগেই PUBG নিষিদ্ধ করতে গুজরাট রাজ্য সরকারকে আবেদন জানিয়েছিল গুজরাটের শিশু অধিকার রক্ষা কমিশন। সেই আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশিকা জারি করেছে গুজরাটের প্রাথমিক শিক্ষা দফতর।

গুজরাট শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জাগ্রুতি পান্ডিয়া জানিয়েছেন, পুরো PUBG নিষিদ্ধ করতে সুপারিশ করেছে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন। তার দাবি, দেশের (ভারতের) সমস্ত রাজ্যের শিক্ষা দফতরের কাছে এই মর্মে চিঠি গিয়েছে। রাজ্য সরকারকে অবিলম্বে PUBG খেলা বন্ধে পদক্ষেপ করতে অনুরোধ করেছে কেন্দ্রীয় সংস্থা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন