তথ্যপ্রযুক্তি মন্ত্রীর আশ্বাসে বাংলাদেশে বন্ধ হচ্ছে টিকটক!

  18-02-2019 12:39PM

পিএনএস ডেস্ক : অশ্লীল এবং অপসংস্কৃতির কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে স্মার্টফোন ভিত্তিক অ্যাপ টিকটক।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে পাঁচ হাজারের ওপরে পর্নো সাইট বন্ধ করেছি। বেটিং সাইট (জুয়া খেলার ওয়েবসাইট) বন্ধ করেছি ৫শ ওপরে। এছাড়াও কিছু ব্যক্তি আছেন যারা নিজেরা পর্নো উৎপাদন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এ ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেন। আমরা সেগুলোও নজরদাড়িতে রাখছি।

টিকটক বন্ধ করার বিষয়ে মন্ত্রী বলেন, এগুলো তো অ্যাপস, তাই এগুলো বন্ধ করার সঙ্গে কিছু প্রযুক্তি প্রয়োগের বিষয় আছে। এসব প্রযুক্তি ডেভেলপমেন্ট অবস্থায় আছে। আমি এক বাক্যে বলতে পারি যে, টিকটক তো বটেই, আমাদের সমাজ-রাষ্ট্র ও জনগণের সঙ্গে সংগতিপূর্ণ না এমন কোনো কিছুই থাকবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন