আরও এক রোগীকে এইচআইভি ভাইরাসমুক্ত করার সফলতা

  05-03-2019 04:37PM


পিএনএস ডেস্ক :এইডস ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকেরা সাফল্য পেয়েছেন বলে দাবি করা হয়েছে।

অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে এইচআইভি-আক্রান্ত এক রোগীর দেহ এইডস ভাইরাসমুক্ত করা গেছে বলে দাবি করছে চিকিৎসকেরা। চিকিৎসকরা বলছে চিকিৎসাবিজ্ঞানের এই সাফল্য সুখবর এনে দিয়েছে বিশ্ববাসীকে।

চিকিৎসাবিজ্ঞানের এ সাফল্য নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রের সিয়াটলে চিকিৎসাবিষয়ক এক সম্মেলনে তা উপস্থাপন করা হবে।

বিশ্বে এখন ৩ কোটি ৭০ লাখ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাসে (এইচআইভি) আক্রান্ত মানুষের সংখ্যা।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেও উঠে এসেছে যুক্তরাজ্যে এইচআইভি-আক্রান্ত একজন রোগীকে এইডস ভাইরাসমুক্ত করতে পারার খবর।

এ নিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসকেরা এ সাফল্য পেলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন