স্মার্টফোন কারখানা বন্ধের ঘোষণা সনির

  29-03-2019 02:16PM

পিএনএস ডেস্ক : জাপানি প্রতিষ্ঠান সনি জানিয়েছে, চীনের বেইজিংয়ের স্মার্টফোন কারখানা বন্ধ করতে যাচ্ছে এই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের স্মার্টফোন ব্যবসা এখন ক্ষতির মুখে রয়েছে। সামনের বছর থেকে এই খাতে লাভ ফিরিয়ে আনতে বন্ধ করা হচ্ছে কারখানাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সনির দুর্বল খাতগুলোর একটি এখন স্মার্টফোন। চলতি মাসে শেষ হওয়া অর্থবছরে এই খাতে ক্ষতির পরিমাণ বলা হয়েছে ৮৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, চলতি মাসের শেষ এই কারখানায় উৎপাদন বন্ধ করা হবে। কারখানা বন্ধের কারণে কত সংখ্যক কর্মী চাকুরি হারাবেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি ওই মুখপাত্র।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন