অ্যাপলের বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকার মামলা কলেজছাত্রের

  24-04-2019 12:23AM

পিএনএস ডেস্ক : অ্যাপলের বিরুদ্ধে ১ বিলিয়ান মার্কিন ডলারের (প্রায় ৭ হাজার কোটি টাকা) মানহানি মামলা দয়ের হল। সোমবার (২২ এপ্রিল) নিউ ইউয়র্কের বাসিন্দা আঠার বছরের এক কলেজছাত্র এ মামলা করেন।

কোম্পানির ফেসিয়াল রিকগনিশান সফটওয়্যার ভুল করে তাকে চোর বলে দাবি করেছিল। অ্যাপেল স্টোর থেকে একাধিক চুরির দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল।

গত বছর নভেম্বর মাসে নিউ ইয়র্কের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন আঠার বছরের ওসমানী বাহ। অ্যাপেল স্টোর থেকে একের পর এক চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারি পরোয়ানায় তার নাম থাকলে ছবির সাথে তার মুখ মেলেনি। তার বিরুদ্ধে বস্টনে অ্যাপেল স্টোর থেকে ২০১৮ সালে জুন মাসে চুরি করার অভিযোগ ওঠে। কিন্তু সেই সময় তিনি নিউ ইউয়র্কের ম্যান হ্যাটনে ক্লাস করছিলেন।

সোমমার (২২ এপ্রিল) অ্যাপেল এর বিরুদ্ধে মামলা করার সময় এই কথা জানিয়েছেন ওসমানী।

তিনি বলেন, আগে তিনি একটি ছবি ছাড়া লার্নার পার্মিট হারিয়ে ফেলেছিলেন। সেই নথি ব্যবহার করে অ্যাপেল স্টোরে প্রবেশ করেছিল ঐ চোর। এর ফলে তার নাম ভুল করে অ্যাপেল স্টোরে সম্ভাব্য চোরের তালিকায় ঢুকে গিয়েছে। কোম্পানির ফেসিয়াল রিকগনিশান সিস্টেমের পৌঁছে যায় তার ব্যক্তিগত তথ্য।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে থাকা একাধিক ভুয়া মামলার উত্তর দিতে বাধ্য করা হয়। এর ফলে হয়রানির স্বীকার হতে হয় আমাকে।

যদিও এই মামলার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চায়নি অ্যাপল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন