শ্রীলঙ্কায় সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  01-05-2019 11:26AM

পিএনএস ডেস্ক: ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার পর গুজব ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল শ্রীলঙ্কা। তবে মঙ্গলবার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এ ব্যাপারে প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মগুলো থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকরী হবে।

উল্লেখ্য, ২১ এপ্রিল আটটি এলাকায় প্রায় একযোগে চালানো আত্মঘাতী বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ার পর থেকে বৌদ্ধ প্রধান ভারত মহাসাগরের এই দ্বীপদেশটিতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি আছে।

সূত্র: রয়টার্স

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন