যে ১৪ দেশে ডেটিং সার্ভিস শুরু করবে ফেসবুক!

  02-05-2019 09:16AM

পিএনএস ডেস্ক : শুরু হয়েছে ফেসুবকের এর বার্ষিক ডেভেলপার সম্মেলন। এই সম্মেলনের প্রথম দিন একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে জনপ্রইয় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। ফেসবুকের সব প্রোডাক্টের ডিজাইন ঢেলে সাজিয়েছে কোম্পানি। এছাড়াও একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। এর মধ্যেই অন্যতম ফেসবুক ডেটিং সার্ভিস। সাথে এসেছে সিক্রেট ক্রাশ নামে নতুন একটি ফিচার।

ডেটিং সার্ভিস এর ঘোষণা করেছে ফেসবুক। যেখানে ফেসুবক থেকে মনের মানুষ খূঁজার কাজ করতে পারবেন গ্রাহকরা। ১৪ টি দেশে এই পরিষেবা শুরু হয়েছে। এই মুহুর্তে আর্জেন্টিনা, কানাডা, কলোম্বিয়া, মেক্সিকো ও থাইল্যান্ডে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে।

শিঘ্রই বলিভিয়া, ব্রাজিল, চিলি, ইকুয়েডর, গায়ানা, লাওস, মালোয়েশিয়া, প্যারাগুয়ে, পেরু, ফিলিপিন্স, সিঙ্গাপুর, সুরিনাম, উরুগুয়ে, এবং ভিয়েতনামে ডেটিং পরিষেবা শুরু করবে সোশ্যাল মিডিয়া জায়েন্ট।

এছাড়াও সিক্রেট ক্রাশ নামে একটি ফিচার নিয়ে আসছে ফেসবুক। সেখানে বন্ধুর ফ্রেন্ড লিস্ট থেকে আপনার জন্য মনের মানুষ খোঁজার কাজ করবে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন