পর্নো কেলেঙ্কারিতে ইউটিউবারের ১০ বছরের জেল

  04-05-2019 09:16PM

পিএনএস ডেস্ক : কিশোরীদের দিয়ে পর্নো ভিডিও নির্মাণের অভিযোগে মার্কিন ইউটিউবার অস্টিন জোনাসকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (০৩ মে) ইউটিউবে গায়ক হিসেবে জনপ্রিয় ২৬ বছর বয়সী এই তারকাকে কারাদণ্ড দেওয়া হয়।

মামলার প্রসিকিউটর বলেন, মডেলিংসহ অন্যান্য সুবিধা দেওয়ার নাম করে কিশোরীদের অডিশন নিচ্ছিলেন অস্টিন। সে সময়ই তিনি কিশোরীদের দিয়ে আপত্তিকর কাজ করিয়ে নেন। এসব কাজ করিয়ে নেওয়ার জন্য অষ্টিন কিশোরীদের বিভিন্ন প্রলোভন দেখাতেন এবং বাধ্য করতেন।

২০১৭ সালে ইউটিউবে একটি ভিডিওতে দেখা যায়, গান গাইছেন অস্টিন। ওই গানের মধ্যেই কিশোরীদের যৌনতা সংক্রান্ত বিষয়াদি দেখানো হয়। অভিযোগ ওঠার পর অস্টিনকে আটক করে পুলিশ। এরপর চলতি বছরের শুরুতেই তিনি দোষী সাব্যস্ত হন।

আমেরিকার একটি আদালতের বিচারক সাফ জানিয়ে দেন, এটা চাইল্ড পর্নোগ্রাফি। মামলার নথিতে বলা হয়, অস্টিনের প্রলোভনে এ পথে আসা অন্তত ছয়জন কিশোরীকে চিহ্নিত করা গেছে। আরো অন্তত ৩০ জনকে ফাঁদে ফেলেছিলেন অস্টিন।

অষ্টিনের আইনজীবী বলেন, এই মামলার ফলে অবসাদে ভুগছেন অস্টিন। এমনকি তার মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হয়েছে। সাজা কমিয়ে পাঁচ বছর করার অনুরোধ জানালেও কাজ হয়নি। বিচারক ১০ বছরের কারাদণ্ড দেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন