চমৎকার ‘ফ্ল্যাগশিপ’ ফোন আনলো সিম্ফনি

  10-06-2019 06:26AM

পিএনএস ডেস্ক: চমৎকার একটি নতুন ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন বাজারে ছেড়েছে চীনা মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিম্ফনি।

জেড১৫ মডেলের নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ১.৬ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ।

নতুন এই ফোনটিতে সিম্ফোনি কোনো কিছুরই কমতি রাখেনি। ব্যবহারকারীরা যাতে সব ধরনের অ্যাপস ইনস্টল করতে পারে সেজন্য এতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম।

ফোনটিতে রয়েছে ১৫৬০*৭২০ রেজ্যুলেশনের ৬.০৯ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ২.৫ডি গ্লাস, সঙ্গে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।

চার হাজার এমএএইচ-এর নন রিম্যুভেবল লি-পলিমার ব্যাটারি সংযুক্ত এ স্মার্টফোনটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল)। এছাড়া সেলফি প্রেমীদের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

জেড১৫-এ নোটিফিকেশন লাইট ছাড়াও সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর আর গ্র্যাভিটি সেন্সর।

ফোনটিতে স্পেশাল ফিচার হিসেবে আছে সফটওয়্যার বেইজড ফেস আনলক, এআই ক্যামেরা, স্মার্ট কন্ট্রোল, মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট, ওয়ান হ্যান্ড মোড।

বর্তমানে বাজারে ফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে। ক্যারিবিয়ান ব্ল– এবং ক্র্যানবেরি রেড কালার। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯,৪৯০ টাকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন