সবাইকে ফেসবুক ডিলিটের পরামর্শ অ্যাপলের সহপ্রতিষ্ঠাতার

  10-07-2019 09:23AM


পিএনএস ডেস্ক: ২০১৮ সালের ১৮ এপ্রিল ফেসবুক ডিলিট করে দেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। এবার সবাইকে ফেসবুক ডিলিট করার পরামর্শ দিচ্ছেন তিনি।

সম্প্রতি টিএমজেড-কে দেয়া এক সাক্ষাৎকারে ৬৮ বছর বয়সী এ প্রকৌশলী ও উদ্যোক্তা বলেন, ফেসবুক বিভিন্ন ধরনের মানুষ ব্যবহার করছেন। আর তাদের গোপনীয়তা পূঁজি করে মুনাফা করছে ফেসবুক। আমার পরামর্শ হলো অধিকাংশ মানুষেরই আমার মতো ফেসবুক থেকে বের হয়ে আসা উচিত। অথবা ফেসবুক ও এর প্রতিদ্বন্দ্বীদের উচিত ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করা।

ফেসবুক বিজ্ঞাপনদাতাদের কাছে অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে। ওজনিয়াক বলেন, ফেসবুক ব্যবহারকারীদের ধারণা, তাদের দেয়া তথ্যের নির্দিষ্ট মাত্রার গোপনীয়তা আছে। কিন্তু বিষয়টি ঠিক না। ফেসবুক কেন আমাকে গোপনীয়তা রক্ষার সুযোগ দেবে না। বিজ্ঞাপনদাতাদের কাছে অর্থ বিক্রির পরিবর্তে দরকার হলে আমি অর্থ দেব তার বিনিময়ে তুমি আমার তথ্যের আরও বেশি সুরক্ষা দেবে এবং তথ্য গোপন রাখবে। সূত্র: সিএনবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন