ঈদের আগেই পৃথিবীতে আঘাত হানবে বিশাল উল্কাপিণ্ড!

  09-08-2019 04:28PM

পিএনএস ডেস্ক:আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রকাণ্ড এক উল্কাপিণ্ড। 2006 QQ23 নামের তীব্রগতির ওই উল্কাপিণ্ডটি আগামী ১০ আগস্ট, ঘণ্টায় ১৬ হাজার ৭৪০ কিলোমিটার বেগে পৃথিবীতে আছড়ে পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বর্তমানে পৃথিবী থেকে ৭ দশমিক ৪ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এটি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এবারের উল্কাটি পৃথিবীকে হালকা ধাক্কা দিতে পারে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন’র খবরে বলা হয়েছে, প্রতি বছরই ৬টি করে ছোটবড় উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসে। তবে ১০ আগস্ট আঘাত হানা উল্কাটি মানবজাতির বড় কোনও ক্ষতি করতে পারবে না।

গেল ১ আগস্ট পৃথিবীর খুব কাছ দিয়ে একটি বিশাল উল্কাখণ্ড চলে যায়। নাসা জানায়, অল্পের জন্য ‘২০১৯ অন’ নামের ওই ১৮১ বর্গ ফুটের উল্কাপিণ্ডটির পৃথিবীর সঙ্গে সংঘর্ষ বাঁধেনি।

মধ্যাকর্ষণ শক্তির কারণে বার বার পৃথিবীর দিকে ধেয়ে আসে উল্কা। তবে কোনোবারই সেগুলো মানবজাতির ধ্বংসের কারণ হয়নি। কিন্তু এভাবে পৃথিবী নামের গ্রহটি উল্কার আঘাত থেকে কতদিন নিরাপদে থাকবে তা বলা কঠিন বলে মনে করেন বিজ্ঞানীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন