আকাশে উড়বে সাইকেল!

  24-08-2019 01:56PM

পিএনএস ডেস্ক:বাঙালি শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার এর ‘মজার দেশ’ কবিতাটি আমরা স্কুলজীবনেই পড়েছি। যেখানে বিপরীত সব ঘটনাবলিকে ছন্দোবদ্ধ রূপ দিয়েছেন কবি। পুরো কবিতার মতো একটি অংশ কবি বলছেন- “পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে! ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে!”

আধুনিক বিজ্ঞান-প্রযুক্তিও পৃথিবীর অনেককিছুই পাল্টে দিচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা করে অনেক কিছুই আবিষ্কার করেছেন। এরই ধারাবাহিকতায় এবার আর হেলিকপ্টার কিংবা বিমান নয়, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন উড়ন্ত উড়ন্ত সাইকেল বা ফ্লাইং বাইসাইকেল। যে সাইকেলে চলার জন্য কোনও সড়কের প্রয়োজন হবে না।

সম্প্রতি চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এই উড়ন্ত সাইকেলের সফল পরীক্ষা চালানো হয়।

তবে প্রযুক্তির নতুন এই উদ্ভাবনের সাইকেলটি এখনই এটি বাজারে আসবে না। সাইকেলটি বাজারে আসতে আরো সময় লাগবে। এটিটি নিয়ে আরও কিছু পরীক্ষা চালাবেন বিজ্ঞানীরা। তবে এটি খুব বেশি উপর দিয়ে নয়, অল্প উপর দিয়েই চলাচল করবে।

টাকা দিয়ে বাজার থেকে উড়ন্ত সাইকেল কিনতে হয়তো আরও বছরখানেক সময় লাগবে। তবে চেক রিপাবলিকের ৩টি সংস্থা মিলে তৈরি করা এটিই হতে যাচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত বাইসাইকেল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন