চাঁদের পথে ভারত, মধ্যরাতে অবতরণ

  06-09-2019 04:06PM

পিএনএস ডেস্ক : চন্দ্রযান-২ এর চাঁদে অবতরণের মধ্য দিয়ে চাঁদে যাত্রা শুরু হচ্ছে ভারতের। শুক্রবার গভীর রাতে চাঁদের দক্ষিণ মেরুর দুই গহ্বরের মাঝে অবতরণ করবে চন্দ্রযান-২।

এটি চাঁদে সফলভাবে অবতরণ করলেই যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে যাওয়ার গৌরব অর্জন করবে ভারত।

এ মুহূর্তে ভারতের কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো’তে চন্দ্রযান-২ অবতরণ নিয়ে ব্যস্ততা চলছে।

ইসরো পর্যবেক্ষণে যদি রোদের আড়ালে থাকা চাঁদের দক্ষিণ মেরুতে পানির অস্তিত্ব পাওয়া যায় তবে এ অঞ্চলে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করা যাবে। পানির অস্তিত্ব পাওয়া গেলে আগামী ৫ বছরের মধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবারও সেখানে মানুষ পাঠাবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো ইসরো’র বরাত দিয়ে জানিয়েছে, অরবিটাল থেকে বিচ্ছিন্ন হয়ে দুই দফায় চন্দ্রযান-২ বা বিক্রম ল্যান্ডার চাঁদের ৩৫*১০১ কিলোমিটারের কক্ষপথে পৌঁছেছে। শুক্রবার রাত পর্যন্ত ওই কক্ষপথেই ঘুরতে থাকবে। ৎ

শুক্রবার রাত ১টা থেকে ২টার দিকে চন্দ্রপৃষ্ঠের পথে নামতে শুরু করবে চন্দ্রযান-২। সেখানে চার ঘণ্টা অপেক্ষা শেষে এটি থেকে প্রজ্ঞান রোভার বেরিয়ে আসবে। এরপর টানা ২ সপ্তাহ প্রজ্ঞান রোভার চাঁদের বুকে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানোর পাশাপাশি চাঁদের বুকে বরফকণা ও খনিজ পদার্থের সন্ধান চালাবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন