পাঁচ ঘণ্টার বেশি মোবাইল হাতে থাকলেই বিপদ…

  12-09-2019 03:39PM

পিএনএস ডেস্ক : শিরোনামটা পড়ে ঠিক বিশ্বাস হচ্ছে না তো? বিজ্ঞানীরা কিন্তু প্রমাণ করেছেন এই তথ্য৷ রিসার্চ বলছে যেসব মানুষ সারা দিনে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে মোবাইল ব্যবহার করেন, তাঁদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা থাকে৷ সাধারণত মোটা হলেই বা ওজন বাড়লেই প্রবণতা থাকে হৃদরোগের৷ আরও নানা রোগ ব্যাধি তখন ধরে ফেলে শরীরকে৷ তাই বিজ্ঞানীদের পরামর্শ, মোটা হবেন না, দূরে থাকুন মোবাইল থেকে৷

কলম্বিয়াতে ১০৬০ জন ছাত্রছাত্রীর ওপর সমীক্ষা করা হয়েছিল৷ এঁদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে৷ দেখা গিয়েছে, মোবাইল প্রযুক্তি মানুষের ব্যবহারে প্রভাব ফেলছে৷ খাদ্যাভ্যাস বদলে দিচ্ছে, জীবন ধারণের দৃষ্টিভঙ্গী বদলে দিচ্ছে৷ যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে ওই সব ছাত্রছাত্রীদের ওজনে বা শরীরে৷ এমনই জানাচ্ছেন কলম্বিয়ার সিমোন বলিভিয়ার ইউনিভার্সিটির গবেষক মিরারি ম্যানটিলা মোরোন৷

এই সমীক্ষায় প্রকাশ, যারা মোবাইল ফোন দিনে অনেকক্ষণ সময় ধরে ব্যবহার করেন, তাদের মধ্যে ৪৩ শতাংশ মোটা হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে৷ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে বৃদ্ধি পেয়েছে স্ন্যাক্স, মিষ্টি, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাও৷ দিনের মধ্যে বেশিরভাগ সময় মোবাইলে কাটানোর ফলে শরীরচর্চা করার প্রবণতাও কমে গিয়েছে৷

অন্যদিকে, যেসব পড়ুয়ারা মোবাইল কম ঘাঁটেন, তাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা অপেক্ষাকৃত অনেকটাই কম৷ জানা গিয়েছে, অনেকদিন ধরেই মোবাইলের অতি তেজষ্ক্রিয়তা নিয়ে গবেষণা করছেন অনেকে৷ সম্প্রতি ওয়েইজমান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাদের একটি গবেষণার রিপোর্ট প্রকাশ করেছে৷

তাদের এই রিপোর্টেই উল্লেখ রয়েছে এমন কিছু মোবাইল ফোনের নাম, যা ১৫ মিনিটের বেশি কানের পাশে থাকলেই মস্তিষ্কের সেলগুলি ক্যানসার আক্রান্ত হয়৷ বলা হয়েছে, মোবাইল ফোন কেনার সময় সবসময় খেয়াল রাখতে হবে ‘স্পেসিফিক অ্যাবজর্পশন রেট’ বা ‘এসএআর’-এর মাত্রা দেখা উচিত। ‘এসএআর’-এর মাত্রা ১.৬-এর বেশি হলে সেই মোবাইল ব্যবহার না করাই ভালো বলে গবেষণায় জানানো হয়েছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন