রোবট অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ দল

  12-10-2019 03:29PM

পিএনএস ডেস্ক:আবারও ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের সাফল্যের পর এবার দ্বিতীয়বারের মতো ১৫ সদস্যের দল যাচ্ছে।

আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বর থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠিত হবে এই বিশ্ব প্রতিযোগিতা। দ্বিতীয়বারের মতো অংশ নেয়া জন্য ইতোমধ্যেই ১৫ সদস্য চূড়ান্ত করেছে বাংলাদেশ।

তথ্যপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সব অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। জাতীয় পর্বে ২১টি জেলার ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৭৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

এর আগে গত বছর ডিসেম্বরে আট সদস্যের বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে একটি স্বর্ণ পদকসহ কয়েকটি সম্মনজনক পুরস্কার জেতে। এরপর গত ২৮-২৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট ডি চ্যালেঞ্জে অংশ নিয়ে বাংলাদেশের তিন কিশোর একটি স্বর্ণসহ মোট ছয়টি পদক জেতে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন