ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুকের মামলা

  30-10-2019 05:08PM

পিএনএস ডেস্ক: হোয়াটসঅ্যাপ হ্যাক করে গোপনে নজরদারির অভিযোগে ইসরাইলের একটি প্রতিষ্ঠনের বিরুদ্ধে মামল করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

এনএসও নামে একটি ইসরাইলি প্রতিষ্ঠনটি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর ইন্টারনেটের মাধ্যমে গোয়েন্দাগিরি করত।

চলতি বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত ওই নজরদারি চালায় বলে অভিযোগ করে ফেসবুক কর্তৃপক্ষ। খবর ওয়াশিংটন পোস্ট।

এর আগে যুক্তরাষ্ট্রের সানফ্রািন্সিসকো জেলা আদালতে ১৫ পৃষ্ঠার অভিযোগ দায়ের করে ফেসবুক।
অভিযোগকারীদের তালিকায় হ্যাকিংয়ের শিকার শতাধিক সাংবাদিক, মানবধিকারকর্মী, কূটনৈতিক ও রাজনৈতিক রয়েছেন।

হোয়াটসঅ্যাপর প্রধান উইল ক্যাথকার্ট জানান, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও খুদেবার্তার মাধ্যমে জনপ্রিয় অ্যাপটি ব্যবহারকারীর মোবাইল ফোন হ্যাক করে তার যাবতীয় তথ্য পাচার করত।

তেলআবিবভিত্তিক ওই প্রতিষ্ঠানটি খুবই গোপনে ও নিখুঁতভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন