বেসিস থেকে ফাহিম মাশরুরের পদত্যাগ

  08-11-2019 09:40AM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন একেএম ফাহিম মাশরুর।

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের এই বাণিজ্য সংগঠন থেকে প্রায় দুইমাস আগে তিনি পদত্যাগ করেন।

তবে এতদিন ধরে বিষয়টি গোপন রেখেছে বেসিস কর্তৃপক্ষ।

বেসিসের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন সত্য। তবে সর্বশেষ ইসি কমিটির মিটিংয়ে তার পদত্যাগের বিষয়টি উত্থাপন করা হয়নি।

তিনি জানান, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ইসি কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে জানতে একেএম ফাহিম মাশরুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি স্বীকার করেন।

মাশরুর গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও অন্তত দুইমাস আগে পদত্যাগ করেছি।’

উল্লেখ্য, একেএম ফাহিম মাশরুর বেসিসের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিডিজবস ডটকম, আজকের ডিল ডটকম ও বেশতো ডটকমের অন্যতম কর্ণধার ও প্রতিষ্ঠাতা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন