ফের চাঁদে যাচ্ছে ভারতীয় নভোযান

  01-01-2020 04:11PM

পিএনএস ডেস্ক : ভারতের চন্দ্র অভিযানের তৃতীয় দফার কথা ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২০২০ সালের প্রথম দিনেই এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। বুধবার সাংবাদিক বৈঠক করে ইসরোর চেয়ারম্যান কে শিবন এ কথা জানিয়েছেন।

ইসরোর চেয়ারম্যান জানান, ২০২১-এ চন্দ্রযান-৩ লঞ্চ করা হবে। চন্দ্রযান-৩ মিশনের অনুমোদন দিয়েছে সরকার।

কে শিবন বলেন, চন্দ্রযান-২ এর কাজের ওপর ভিত্তি করেই চন্দ্রযান-৩ মিশন লঞ্চ করা হবে। এই প্রকল্পের কাজ এখনও পর্যন্ত ভালোভাবে এগোচ্ছে।'

তিনি জানিয়েছেন, চন্দ্রযান ৩-এর কারণে ভারতের অন্য কৃত্রিম উপগ্রহ লঞ্চ মিশন প্রভাবিত হবে না।

এই বছর ইসরো আরও ২৫টি স্পেশ মিশনের ওপর কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

কে শিবন বলেন, চাঁদের যে অংশে বিক্রম ল্যান্ডার নামার চেষ্টা করেছিল, সেখানেই ল্য়ান্ড করানো হবে চন্দ্রযান-৩কেও।

শিবন জানান, এই মিশনের জন্য ২৫০কোটি টাকার বাজেট ধরা হয়েছে। চন্দ্রযান ৩-এর পাশাপাশি গগনযান মিশনেরও কাজ চলছে।

সূত্র : এই সময়

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন