গ্রামীণফোনে প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

  16-01-2020 06:17PM

পিএনএস ডেস্ক : মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ইয়াসির আজমান। আজ প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনিই এই পদে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি। ইয়াসির আজমান ১লা ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।

আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও এবং ২০১৭ সালের মে থেকে ডেপুটি সিইও এবং সিএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ এবং ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন।

ইয়াসির আজমান স্থলাভিষিক্ত হচ্ছেন মাইকেল ফোলির। মাইকেল আফ্রিকায় তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাইকেল ফোলি ২০১৭ সালে মে মাসে গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব নেন।
ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত এবং সম্মানিতবোধ করছি। আমি সাড়ে ৭ কোটি গ্রাহকের আস্থাকে সম্মান জানাই।

আরো উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে সেবা দিয়ে যেতে চাই।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন