গুগলের মালিক আলফাবেটের বাজার মূল্য ১ ট্রিলিয়ন

  17-01-2020 09:58AM


পিএনএস ডেস্ক: গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের বাজার মূল্য নতুন রেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ১ ট্রিলিয়ন যা সর্বোচ্চ রেকর্ড। আজ শুক্রবার সিএনএন এ খবর প্রকাশ করেছে। ১ ট্রিলিয়নের এ ক্লাবে আছে মার্কিন আরও দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও মাইক্রোসফট। অ্যাপল যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামী কোম্পানি। এর বাজার মূল্য ১.৪ ট্রিলিয়ন। এদিকে মাইক্রোসফটের বাজার মূল্য ১.৩ ট্রিলিয়ন। এই প্রথমবারের মতো একই সময়ে ট্রিলিয়নের ক্লাবে তিনটি মার্কিন কোম্পানি প্রবেশ করেছে। এই মহূর্তে পৃথিবীর সবচেয়ে দামী কোম্পানি এখন সৌদির তেলকোম্পানি আরামকো। গত মাসে এর বাজারমূল্য ছিল ২ ট্রিলিয়ন। বর্তমানে আরামকোর বাজার মূল্য ১.৮ ট্রিলিয়ন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন