সিইও খুঁজছে টিকটক

  26-01-2020 03:28PM

পিএনএস ডেস্ক: স্বল্পদৈর্ঘ্য ভিডিও মাধ্যম হিসেবে টিকটকের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি চীনভিত্তিক বাইটডান্স নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটিই। প্রতিযোগিতা জোরদারে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) অনুসন্ধান করছে প্রতিষ্ঠানটি।
টিকটকের নতুন সিইও বিজ্ঞাপন, নন-টেকনিক্যাল ফাংশন ও অপারেশন বিভাগের তদারকি করবেন। এ পদে যোগ দেয়ার আগ্রহ দেখিয়েছেন বেশ কয়েকজন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে বাইটডান্স।



মিউজিক্যাল ডটলির সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্স ঝু ২০১৯ সালের প্রথম প্রান্তিকে টিকটকের দায়িত্ব নিয়েছিলেন। তিনি চীনের বাইরে থাকা প্রকৌশল বিষয়গুলো পরিচালনার দায়িত্ব পালন করবেন। তবে নিয়োগের প্রক্রিয়াটি চলমান এবং এখান থেকে নির্বাচিত ব্যক্তির ওপর ভিত্তি করে কাজের এ ভূমিকা বদলে যেতে পারে।

চীনে বাইটডান্সের ভিডিও অ্যাপ ডুউইন নামে পরিচিত এবং এটি একটি ভিন্ন ব্যবস্থাপনা দল দ্বারা নিয়ন্ত্রণ করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন