হঠাৎ মহাকাশে কেন এই ভয়ংকর দৃশ্য?

  26-04-2020 08:41PM

পিএনএস ডেস্ক: কখনও এলিয়েন কিংবা কখনও আগুনের গোলার মত গ্রহাণু। এক একসময় গবেষণায় উঠে আসে এক একরকমের গ্রহাণুর ছবি। বছর দুয়েক আগে বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসে এক অবিশ্বাস্য গ্রহাণুর চিত্র। যা দেখে ঘাবড়ে গিয়েছেন বিজ্ঞানীরাও। একেবারে মানুষের মাথার খুলির মত দেখতে সেই গ্রহাণু।

এই গ্রহাণুটি ৭০০মিটার চওড়া। তবে, এই প্রথম নয়। ২০১৫ সালের হ্যালোইনের সময় প্রথম দেখা গিয়েছিল এই গ্রহাণুটি। পৃথিবীর কক্ষপথ থেকে ১ লক্ষ ২৫ হাজার কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল এই খুলির মত দেখতে গ্রহাণুটি।

২০১৫’র পর আবার ২০১৮’র নভেম্বরে সেই দৃশ্য দেখা যায়। পৃথিবীর সঙ্গে চাঁদের যে দূরত্ব। সেই দূরত্বেই অবস্থান করছে এই গ্রহাণুটি। মহাকাশচারীরা জানাচ্ছেন, এই গ্রহাণুটি তাঁর কক্ষপথে ২.৯৪ ঘণ্টায় ঘূর্ণন সম্পন্ন করেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্যান-স্টারস টেলিস্কোপে চোখ রাখতেই এই খুলির মত দেখতে গ্রহাণুটি ধরা পড়েছে। এই বিশেষ গ্রহাণুটির নাম TB145। তবে আগেরবারের থেকে ২০২০ সালে এটি পৃথিবীর কক্ষপথের অনেক কাছাকাছি আসতে চলেছে গ্রহাণুটি। এই গ্রহাণুটি একেবারে গাড় ছাই রংয়ের মত দেখতে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন