যেভাবে ডাটা ছাড়াই ফেসবুক ডিসকভারে ব্রাউজিং করতে পারবেন!

  07-05-2020 02:14PM

পিএনএস ডেস্ক: ‘ডিসকভার’ নামের নতুন একটি অ্যাপ চালু করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এ অ্যাপ ব্যবহার করে যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। ডাটা না থাকলেও লো-ব্যান্ডউইথ ট্রাফিকে চলবে অ্যাপটি।

ফেসবুকের ফ্রি ব্যাসিক প্রোগ্রামটি শুরু থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বিনামূল্যে এই সেবাকে আরো গতিশীল করতেই মূলত ‘ডিসকভার’ অ্যাপটি এনেছে ফেসবুক। যা প্রাথমিকভাবে পেরুতে লঞ্চ করা হয়েছে।

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার যোয়াভ জিভি বলেন, ‘বিশ্বজুড়ে অনেক ইন্টারনেট ব্যবহারকারী আমাদের সঙ্গে যুক্ত থাকেন, কিন্তু যখন তাদের ডাটা শেষ হয়ে যায় তখন বিচ্ছিন্ন হয়ে যান। ডিসকভার অ্যাপ ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকতে সাহায্য করবে।’

‘ডিসকভার’ মোবাইল ওয়েব এবং অ্যানড্রয়েড অ্যাপ। এটি ব্যবহার করে ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইট থেকে লিখিত সংস্করণ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কোনো ছবি বা ভিডিও দেখা যাবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন