চীনকে টেক্কা দিতে ভারতে টিকটকের বিকল্প আনছে ইনস্টাগ্রাম

  08-07-2020 07:44PM

পিএনএস ডেস্ক: লাদাখের গালওয়ান ইস্যুতে টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেয় ভারত। তবে দেশটিতে বিপুল জনপ্রিয় অ্যাপটি বন্ধ হওয়ায় আয় বঞ্চিত হন অনেক টিকটক সেলেব্রেটি। সৌখিনতা পূরণ থেকে বঞ্চিত হন অনেক ভারতীয়। এ বিবেচনায় ভারতে টিকটককে টেক্কা দিতে বিকল্প অ্যাপ আনছে ইনস্টাগ্রাম।

ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রাম টিকটকের মতোই 'রিলস' নামের ছোট ভিডিও ফিচার সেবা নিয়ে আসছে। এরইমধ্যে ছবি ও ভিডিও শেয়ারিং এ অ্যাপের কর্তৃপক্ষ ‘রিলস’ অ্যাপটি আনার ঘোষণা দিয়েছে।

'রিলস' অ্যাপ ব্রাজিল, ফ্রান্স ও জার্মানি পরীক্ষামূলক চালানো হয়। এবার চতুর্থ দেশ হিসেবে ভারতে অ্যাপটি চালু হচ্ছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভারতীয়দের জন্য ফিচারটি চালু হবে।

শুরুতে রাধিকা বাঙ্গিয়া, জাহনভী দাসেট্টি ওরফে মাহাথল্লি, অ্যামি ভার্ক, ইন্দ্রাণী বিশ্বাস ওরফে ওয়ান্ডারমুনাসহ অনেক নির্মাতাদের পোস্ট করা বিনোদনমূলক ভিডিওগুলো রিলস অ্যাপে দেখা যাবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন