হোয়াটসঅ্যাপের বিকল্পে যে অ্যাপ আনছে সৌদি!

  05-09-2020 03:35PM

পিএনএস ডেস্ক: নিরাপদে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে হোয়াটস আপের বিকল্প একটি নিরাপদ অ্যাপের কাজ করছে সৌদি আরব। নিরাপত্তার স্বার্থে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা হ্রাস করতে এমন প্রকল্প নিয়ে কাজ করছে দেশটি। খবর আরব নিউজের।

আব্দুল আজিজ সিটি সাইন্স এন্স টেকনোলজি টিমের একদল বিজ্ঞানী এ নিয়ে কাজ করে যাচ্ছেন। ফেসবুক ও উইচ্যাটের বিকল্প হিসেবে এ অ্যাপ এক বছরের মধ্যে ব্যবহারকারীদের জন্য দেশটির বাজারে আসতে পারে। দেশটির নিজেদের জনবল দিয়ে তৈরী এ ম্যাসেজিং অ্যাপে বিদেশী কোন সংস্থার বা দেশের হস্তক্ষেপের সুযোগ থাকবে না বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে সৌদি সাংবাদিক জামাল খাসোগী হত্যায় সৌদি আরব হোয়াটস আপের সহায়তা নিয়েছিল বলে অভিযোগ ওঠেছিল। ফলে নিজেদের মধ্যে নিরাপদ তথ্য প্রদানে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও বলা হচ্ছে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন