ইনস্ট্যান্ট গেম ‘বাংলাদেশ আনলকড’

  05-10-2020 05:27PM

পিএনএস ডেস্ক:প্রথম কর্পোরেট স্বত্বা হিসেবে ফেসবুকে ‘বাংলাদেশ আনলকড’ নামের একটি ইনস্ট্যান্ট গেম তৈরি করেছে বাংলাক্যাট। একটি সামাজিক উদ্দেশ্যকে সামনে রেখে গেমটি করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের আচার ও সংস্কৃতি, ইতিহাস, ভাষা, অর্থনীতি, সমাজব্যবস্থা, খেলাধুলা বা যে কোনো ঐতিহাসিক ঘটনা সম্পর্কে তরুণদের উদ্বুদ্ধ করতে এ বিশেষ উদ্যোগ।

এ উদ্যোগের স্লোগান রাখা হয়েছে- ‘দেশকে জানুন, নিজেকে চিনুন’। উল্লেখ্য, বাংলা ট্র্যাক লিমিটেড, ক্যাটারপিলার ইনক আমেরিকার অনুমোদিত ডিলার- যা বাংলাদেশে বাংলাক্যাট ব্র্যান্ড নামে পরিচিত।

প্রশ্নোত্তরভিত্তিক ফেসবুক গেমটি খেলতে ব্যবহারকারীদের একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। এটি কোনো অ্যাপ নয়। তাই আলাদা করে ডাউনলোডের কোনো ঝামেলা নেই এবং বিনামূল্যে এটি খেলা যাবে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটি একটি মাইলফলক এবং এটির উদ্ভাবক হতে পেরে উচ্ছ্বসিত বাংলাক্যাট।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন