টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার পাকিস্তানে

  20-10-2020 02:16AM

পিএনএস ডেস্ক : পাকিস্তান টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় দশ দিনের মাথায় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

এক টুইটে পিটিএ জানায়, নির্দিষ্ট শর্তে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

অশ্লীল ও অনৈতিক কনটেন্ট পোস্ট করা হলে সেই অ্যাকাউন্টগুলি ব্লক করে দেওয়া হবে বলে টিকটিক কর্তৃপক্ষ আশ্বাস দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও পিটিএর পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানে প্রায় আড়াই কোটি মানুষ টিকটক অ্যাপটি ব্যবহার করতেন। তাদের মধ্যে ৬৮ শতাংশ নারী।

সূত্র: ডন

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন